০৯ নভেম্বর, ২০২৫ ১৯:০৫
গানে গানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন, সিলেট জেলা শাখা’।
এসময় গান গেয়ে বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়। গানের ফাাঁকে ফাঁকে বক্তব্যও রাখেন অতিথিরা।
অধ্যাপক জান্নাত আরা খান পান্নার সভাপতিত্বে এবং সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দেবব্রত রায় দিপনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব বিষয়ের শিক্ষক নিয়োগ বাতিল করা শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর সিদ্ধান্ত।
এসময় বক্তারা আরো বলেন, সংগীত মানুষের মানবিক গুনাবলী বিকাশের অন্যতম এক মাধ্যম। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেখানে একসময় ধর্মীয় শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা প্রদান নিষিদ্ধ ছিলো সেসব দেশেও এখন সংগীত শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।এমন বাস্তবতায় গানের দেশ খ্যাত বাংলাদেশে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত জাতির সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয়।
অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগের জোর দাবি জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশে দেশাত্মবোধক ও জাগরনের গান পরিবেশন করেন বিমান তালুকদার ও তার দল।
সমাবেশে শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য