সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫১

রবো ফাইট প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির কৃতিত্ব

লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রবৃন্দ শনিবার (৩ সেপ্টেম্বর) প্রজেক্ট বি, ঢাকা কর্তৃক আয়োজিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত রবো ফাইট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনবদ্য যোগ্যতা প্রদর্শন করেছে।

উক্ত প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটি ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি এবং নর্থসাউথ ইউনিভার্সিটির সাথে গ্রুপপর্ব ও সেমিফাইনালে  প্রতিযোগিতা করে জয়ী হয়।

উক্ত প্রতিযোগিতায় ফাইনালে লিডিং ইউনিভার্সিটি সিলেটের শাবিপ্রবি এর সাথে অত্যন্ত সফলতার সাথে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে।

জয়ী দলের সদস্যবৃন্দ হচ্ছে ইইই বিভাগের আবুবক্কর আবীর, ইমতিয়াজ আহমেদ প্রবাল এবং ফাহিম আহমেদ হামীম।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য, কর্মকর্তা  শিক্ষকবৃন্দের সাথে বিজয়ী দলের সদস্যগন সাক্ষাৎ করেন। এসময় লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক তাদেরকে শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য

আলোচিত