এমসি কলেজ প্রতিনিধি

২৫ মার্চ, ২০১৮ ১৮:১৭

গণহত্যা দিবস স্মরণে এমসি কলেজে তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ বা এমসি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মার্চ) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে গণহত্যা দিবস স্মরণের অনুষ্ঠানসূচী শুরু হয়।

সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনা ও কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, বাংলা বিভাগের প্রধান প্রফেসর আলী ইদ্রিস, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রজত কান্তি সোম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমদ, সহযোগী অধ্যাপক অহিদুর রব।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যাকারী পাকিস্তানী বাহিনী এদেশে থাকতে পারে নি। বাংলার বীর সন্তানদের আত্মাহুতির মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে ৪৭তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিলেও এখন পর্যন্ত একবারও শহীদশুমারি করা হয়নি। এ সময় বক্তারা শহীদশুমারি করার জন্য সরকারের নিকট দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত