নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:৪৯

শিক্ষকদের উপর হামলা: এবার চার ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার

শিক্ষকদের উপর হামলার দায়ে চার ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রশাসন। বহিস্কৃত চারজনই ছাত্রলীগ কর্মী।

প্রক্টোরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে এদের সাময়িক বহিস্কার করা হয়। একইসঙ্গে কেনো পূর্ণ বহিস্কার করা হবে না এব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে তাদের।

শাস্তিপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ধনিরাম রায়, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম নাঈম, একই বিভাগের আরিফুল ইসলাম, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগর আবদুল্লাহ আল মাসুম।

বিশ্ববিদ্যলয় উপাচার্য আমিনুল হক ভূইয়া চার জনকে সাময়িক বহিস্কারের কথা স্বীকার করে বলেছেন, ভিডিও ফুটেজ দেখে শিক্ষকদের উপর হামলায় এদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। যদি এরআগে উপাচার্য জানিয়েছিলেন, শিক্ষকদের উপর হামলার ঘটনা ঘটেছে কী না তিনি নিশ্চিত নন।

এ ব্যাপারে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, বহিস্কৃতরা ছাত্রলীগের কর্মী। তিনি শিক্ষকদের উপর হামলার ঘটনা অত্যন্ত নেক্কারহনক উল্লেখ করে বলেন, সুষ্ঠ তদন্তের ভিত্তিতে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থ নেওয়া উচিত।

এরআগে সোমবার রাতে এ ঘটনায় শাবির তিন ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বহিস্কৃত ছাত্রলীগ নেতারা হলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায়, ১ম যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ।

রবিবার (৩০ আগস্ট) সকালে ভিসিবিরোধী আন্দোলন চলাকালে ব্যানার কেড়ে নিয়ে শিক্ষকদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

রবিবার সকাল আটটায় উপাচার্য ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের হামলায় অধ্যাপক মো. ইউনুছসহ কয়েকজন শিক্ষক আহত হন। লাঞ্ছিত হন অধ্যাপক ড. ইয়াসমীন হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় পূর্ব ঘোষিত একাডেমিক কাউন্সিল ঠেকাতে রবিবার সকাল ৯টা থেকেই প্রশাসনিক ভবন-২(উপাচার্য ভবন) এর সামনে অবস্থান কর্মসূচী ছিল আন্দোলনকারী 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ' শিক্ষক পরিষদের।

অন্যদিকে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ঠেকাতে সকাল ৭টা থেকেই একই স্থানে অবস্থান নেয় ছাত্রলীগ। পরে সকাল সাড়ে ৭টায় আন্দোলনকারী শিক্ষকরা উপাস্থিত হলে ছাত্রলীগের সাথে বাক-বিতন্ডা হয়। এসময় ছাত্রলীগ কর্মীরা নিজেদের সাধারণ শিক্ষার্থী বলে দাবী করলেও ছাত্রলীগ সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায় ও যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।

সকাল আটটায় উপাচার্য তার কার্যালয়ে উপস্থিত হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষকরা এ সময় উপাচার্যকে তার কার্যালয়ে প্রবেশ করতে বাধা দিতে চাইলে ছাত্রলীগ কর্মীরা মিছিল করে জোরপূর্বক উপাচার্যকে নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ‘শাবিপ্রবির মাটি/ছাত্রলীগের ঘাঁটি’ স্লোগান দিয়ে শিক্ষকদের উপর হামলাও চালায়। ছিনিয়ে নেয় শিক্ষকদের ব্যানার। দিনভর ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজে এ ঘটনার প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আপনার মন্তব্য

আলোচিত