শাবি প্রতিনিধি

১৭ মার্চ, ২০২০ ১১:০৭

নানা আয়োজনে শাবিতে মুজিববর্ষ উদযাপন

নানা আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন চলছে।

সোমবার রাতে (১৭ মার্চ) জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শুরুতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এরপর শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগ, সংগঠনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে রাত ১১টা ৪৫ মিনিটে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ক্ষণগণনা শেষে শূন্য সময়ে সম্মিলিত কন্ঠে জাতীয় স্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ পরিবেশন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফানুস উড়ানো হয়।

১৭ মার্চ সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, সকাল ৯টা ৪০ মিনিটে বেলুন উড়ানো ও র‌্যালি, সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী, বাদ জোহর দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত