
১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০৫
বাচ্চাদের ভাইরাস ঘটিত রোগের প্রাদুর্ভাব একটু বেশিই। র্যাশ উঠাও বাচ্চাদের জন্যে খুব কমন একটা ব্যাপার। র্যাশ দেখে বাচ্চার বাবা মা দুশ্চিন্তায় পড়ে যান খুব স্বাভাবিকভাবেই।
হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ নামের একটা রোগ হয় বাচ্চাদের, যেখানে হাত, পা ও মুখে র্যাশ উঠে। তাই রোগটির এইরকম নামকরণ। Coxsackievirus নামের একটা ভাইরাস এই রোগের জন্যে দায়ী।
স্বস্তির বিষয় হলো বেশিরভাগ ভাইরাস জনিত রোগের বিরুদ্ধে আমাদের শরীর যুদ্ধ করে জয়ী হয়ে যায়। তাই ভাইরাস জনিত রোগ গুলো অনেকাংশেই নিজে ভালো হয়ে যায়। হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ ও এর ব্যাতিক্রম না।
এই রোগের লক্ষণ সমূহ:
-হালকা জ্বর থাকতে পারে অথবা নাও থাকতে পারে।
- হাত বা পায়ের তালু বা উলটা পাশে Vesicular অর্থ্যাৎ অল্প পানিপূর্ণ র্যাশ থাকে।
-মুখের ভেতরে যেমন উপরের তালু, জিহবা ইত্যাদি জায়গায় ও একি রকম র্যাশ থাকতে পারে।
-র্যাশ গুলো ব্যাথা সহ থাকতে পারে।
এইরোগ বেশিরভাগ ক্ষেত্রেই এক সপ্তাহের মতো সময় নেয় ভালো হতে। কোনও এন্টিবায়োটিক / এন্টিভাইরাল ঔষধ এর কোনও প্রয়োজনীয়তা নেই।
যখনই আপনার বাচ্চার শরীরে কোনও প্রকার র্যাশ উঠবে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। বেশিরভাগ ক্ষেত্রেই র্যাশ এমনিতেই ভালো হয়ে যায়।
ডা. তুহিন বড়ুয়া তমাল, শিশু বিশেষজ্ঞ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
আপনার মন্তব্য