
২৬ জানুয়ারি, ২০২০ ২০:৪৭
অস্কার বিজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বলিউডে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলিউডের নানা বিষয়ে মতামত দিয়েছেন। ভারতের জনসচতেনতা মূলক কাজেও নানা সময় মন্তব্য দিয়ে পাশে থেকেছেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আমেরিকা প্রবাসী একজন ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে তিনি বেশ অন্তরঙ্গ আলাপ করে যাচ্ছেন। রাশমিকান্ত কামদার নামে সেই ব্যবসায়ির সঙ্গে পার্টিতে চলাকালীন সময়ে টাইটানিক-অভিনেতা বলিউডের সিনেমাতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন।
তিনি বলেন যে, তিনি একজন ভালো ছাত্র, বলিউডের কায়দা শিখে যাবেন আবার নৃত্য পটিয়সীও বটে। রাশকিতান্তও তাকে জয়ন্তীলাল গাড়ার পেন স্টুডিওতে কাজ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
এই গুঞ্জন সত্যি হলে বলিউড অভিষেক হতে যাচ্ছে ডিক্যাপ্রিওর।
আপনার মন্তব্য