সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০২০ ০৩:৫৯

অভিনেত্রী ফেরদৌসি আহমেদ লীনা মারা গেছেন

অভিনেত্রী ফেরদৌসি আহমেদ লীনা মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান এক ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ফেরদৌসি আহমেদ লীনা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।

১৯৭৮ সালে ‘কালো কোকিলা’ নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন লীনা। তার অভিনীত প্রথম সিনেমা বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। সর্বশেষ তিনি ২০১৯ সালে ‘মায়া’ সিনেমায় অভিনয় করেছিলেন। এছাড়া দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের বাইরে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন ফেরদৌসি আহমেদ লীনা।

আপনার মন্তব্য

আলোচিত