সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৫ ০১:৩৯

রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি, কবীর সুমনের নতুন গান

বিভিন্ন ইস্যুতে ফেসবুকে তিনি বেশ সরব। অকপটে বলে যান অনেক কথা। এ নিয়ে কম জল ঘোলা হয় নি। তবু দমে যান না তিনি; তিনি কবীর সুমন। দুই বাংলার তুমুল জনপ্রিয় এক সঙ্গীতশিল্পী।

ভারত-বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলা ধর্মীয় গোঁড়মিজনিত হিংসায় ব্যথিত তিনি। এ ব্যাথাতুর হৃদয়ে তবু উচ্চারণ করেন "রুখে দাও"।

লিখেন- রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে, লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফেসবুকে তাঁর পেজে কবীর সুমন লিখেন-

রুখে দাও
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।

রুখে দাও সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ আনা
কবীরের ভিটেয় পদ্ম ফুলের নিশান দিচ্ছে হানা
রুখে দাও মৌলবাদের কুমন্ত্রনা বিশ্রী সুরে
কাজী নজরুলের কসম তোমার স্বদেশ যাচ্ছে পুড়ে।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে।

রুখে দাও বর্গীগুলোর জুলুমবাজি, মগের মুলুক
আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক।
রুখে দাও বাবরি ভাঙা ত্রিশূলধারীর রথের চাকা
গুজরাট কাঁদছে আজও, অনেক বুকেই কান্না রাখা
রাখে দায় কান্না গুলো, শান্তি পাখি আসুক উড়ে
শান্তির কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে।

রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।

গানের লিংক - https://soundcloud.com/tags/rukhe%20dao

আপনার মন্তব্য

আলোচিত