ওয়েব ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৬ ০২:১৭

ফ্রিতে হোয়াটসঅ্যাপ

পুরোপুরি বিনা মূল্যে মিলবে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ।

বিনা মূল্যে মিললেও এতে বিজ্ঞাপন প্রচারের কোনো ইচ্ছা নেই তাদের। জানিয়েছেন হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম।

সোমবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ডিজিটাল লাইফ ডিজাইন কনফারেন্স থেকে এই ঘোষণা দেওয়া হয়।

মূলত হোয়াটসঅ্যাপে নিবন্ধন করার পর প্রথম বছরের জন্য কোনো চার্জ প্রয়োজন হতো না। তবে দ্বিতীয় বছর থেকে বার্ষিক ৯৯ সেন্ট প্রদান করে সেবাটি ব্যবহার করতে হতো।

বিজ্ঞাপন ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতেই এই সামান্য পরিমাণ চার্জ নেওয়া হতো বলে বিভিন্ন সময় জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে এবার চার্জ বাদ দিলেও অ্যাপটিকে বিজ্ঞাপন মুক্তই রাখা হবে বলেও জানায় হোয়াটসঅ্যাপ।

নতুন এই সিদ্ধান্তের ফলে এখন বিনামূল্যের মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০০ কোটি।

নতুন এ উদ্যোগের ফলে ব্যবহারকারীর সংখ্যা আরো বাড়বে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ।

বাজার গবেষণা সংস্থা কমস্কোরের মতে, মোবাইল ফোন এবং ডেস্কটপ ব্যবহারকারীরা তাদের অতিক্রান্ত সময়ের ৯১ ভাগই ব্যয় করেন বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে।

আপনার মন্তব্য

আলোচিত