সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০১৬ ১৭:৪১

অ্যাপল 'স্পেইসশিপ' এর কাজ শেষ পর্যায়ে

প্রায় শেষ হয়ে এসেছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত অ্যাপলের নতুন কার্যালয় 'স্পেইসশিপ'-এর নির্মাণকাজ।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ প্রকল্পটির কিছু ছবি প্রকাশিত হয়েছে।

ভবনটির নির্মাণকাজে বিশ্বের সবচেয়ে বড় আকারের বাঁকানো কাচ ব্যবহৃত হচ্ছে। এতে থাকছে ২৮ লাখ বর্গফুট অফিস স্পেইস, যেখানে ১২ হাজার কর্মী কর্মরত থাকবেন।

এ ছাড়াও এতে এক হাজার আসনবিশিষ্ট আন্ডারগ্রাউন্ড অডিটোরিয়াম, কর্মীদের জন্য ১০ হাজার বর্গফুট আকারের একটি ফিটনেস সেন্টার এবং প্রায় ১১ হাজার গাড়ি পার্কিং সুবিধাসম্পন্ন দুটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থাকছে। এই গ্যারেজগুলোতে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গের মাধ্যমে প্রবেশ করা যাবে। কার্যালয় প্রাঙ্গণে প্রবেশের জন্যেও আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ ব্যবহৃত হবে। ভবনটির ‘অবজারভেশন ডেক’ থেকে কর্মী আর দর্শনার্থীরা চারপাশের পুরো এলাকা দেখার সুযোগ পাবেন।

২০১৭ সালের শুরুতেই অ্যাপলের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের স্থানান্তরিত করা শুরু করবে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

এরই মধ্যে পরিবেশবান্ধব মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের লিডারশিপ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সনদের সর্বোচ্চ সম্মান এলইইডি প্লাটিনাম অর্জন করেছে ভবনটি।

 

আপনার মন্তব্য

আলোচিত