০৩ ফেব্রুয়ারি , ২০২০ ১৬:০৫
করোনাভাইরাসের কারণে গুগল চীনে তাদের সব অফিস বন্ধ করেছে। এছাড়া তাইওয়ান ও হংকংয়েও গুগল তাদের অফিস বন্ধ রাখবে বলে জানায়।
চীনের বেইজিং, সাংগাই, শেনজেন ও গুয়ানজোহোতে গুগলের অফিস রয়েছে। এর আগে গুগল ও ফেসবুক চীনে তাদের কর্মচারীদের সতর্ক করে দিয়েছিলো।
এসব অফিস কবে খুলবে তা এখনও বলা হয়নি। এছাড়া গুগল তাদের কর্মীদের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।
গুগল ছাড়াও ফেসবুক ও অ্যাপলও চীনের তাদের কার্যক্রম সীমিত করে দিয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন অন্তত ৩৬১ জন। এ ভাইরাস ঠেকাতে বিশেষ নির্দেশনা জারি করেছে চীন।
আপনার মন্তব্য