আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে, ২০২০ ২০:০০

স্বাস্থ্যবিধি ভঙ্গ, ৬০০ ডলার জরিমানা গুনলেন রোমানিয়ার প্রধানমন্ত্রী

সোমানিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক দেয়া স্বাথ্যবিধি না মানায় দেশটির প্রধানমন্ত্রী লুডোভিক অরবানকে ৬০০ ডলার জরিমানা করা হয়েছে।

আল জাজিরা জানায়, একটি সরকারি ভবনের ভেতরে ধূমপান এবং বৈঠকে সামাজিক দূরত্ব না মানায় প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকজন মন্ত্রী ও অন্যান্য সদস্যরা কেউই সামাজিক দূরত্ব মানেননি বলে জানানো হয়।

রোমানিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী ও তার সঙ্গে থাকা সবাই কাছাকাছি বসে আছেন। কারো মুখেই মাস্ক নেই। তাদের সামনে একটি টেবিলে খাবার ও পানীয় রাখা।

প্রধানমন্ত্রী অরবান জানান, ছবিটি গত ২৫ মে তার জন্মদিনে তোলা। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীও উপস্থিত ছিলেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ হাজারেরও বেশি। মারা গেছেন ১ হাজার ২৬২ জন।





আপনার মন্তব্য

আলোচিত