
১৭ জুন, ২০২০ ০১:৩৫
ভারত-চীন সীমান্তের লাদাখে দুই দেশের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।
সোমবার রাতে হিমালয় পবরতের পশ্চিমাংশে লাদাখের গলওয়ান উপত্যকায় এ ঘটনা ঘটে বলে দেশটির একাধিক সংবাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে ভারতীয় সেনাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার রাতের সংঘর্ষে তিনজন ভারতীয় সেনা নয়, কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
অন্যদিকে, সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, চীনা বাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের বাহিনীর অন্তত ৪৩ জন নিহত না হয় গুরুতর আহত হয়েছে।
আপনার মন্তব্য