সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০২১ ১৮:৪৫

ইসমাইল সাবরি ইয়াকোব মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকোব নিয়োগ পেয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার (২০ আগস্ট) তাকে এ পদে নিয়োগ দেন মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ।

ইসমাইল সাবরি ইয়াকোব দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতা। মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদে সিনিয়র সুরক্ষামন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

মালয়েশিয়ার রাজার দপ্তর জানিয়েছে, পার্লামেন্ট দেওয়ান রাকাইতে আয়োজিত আস্থাভোটে ২২২ জন আইনপ্রণেতার মধ্যে ১১৪ জন ইসমাইল সাবরি ইয়াকোবের পক্ষে ভোট দিয়েছেন।

২০২০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলে একইভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির (এমইউআইপি) নেতা মুহিদ্দিন ইয়াসিন।

আপনার মন্তব্য

আলোচিত