ইন্টারন্যাশনাল ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৫ ২৩:৫২

ব্রিটেনকে উড়িয়ে দেওয়ার হুমকি আইএসের

ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ব্রিটেনকে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে। সিরিয়ায় বোমারু বিমান হানার প্রতিশোধ নিতে আত্মঘাতী বিস্ফোরণে রক্ত ঝরানোর হুমকি দেয়া হয়েছে ওই ভিডিওতে।

ইসলামিক স্টেটের ঘাঁটিতে জোরালো আঘাত হানতে সিরিয়ায় বিমান হামলা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। গত সপ্তাহে এই প্রস্তাবে সম্মতি দিয়ে ভোট দিয়েছেন সে দেশের সাংসদরা। তারই প্রতিশোধ নিতে ব্রিটেনে আত্মঘাতী বিস্ফোরণের হুমকি দিল আইএস।

একটি ভিডিও প্রকাশ করে তাতে হুঁশিয়ারির সুরে বলা হয়েছে, ‘প্রতিশোধ শুরু হয়ে গিয়েছে। আরো রক্ত ঝরবে। সূচনাটা হয়েছে ফ্রান্সকে দিয়ে।’

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হাতে একে-৪৭ রাইফেল ও বিস্ফোরক বোঝাই বেল্ট পরা এক জঙ্গি প্রশংসা করছেন প্যারিসের হত্যাকারীদের।

ইংরেজিতে ওই জঙ্গি বিশ্ববাসীকে হুমকি দিয়ে বলছে, সিরিয়া ও ইরাকে আইএস’র বিরুদ্ধে যারা যুদ্ধ শুরু করছে, তারা যদি পিছু না হঠে, ‘তাহলে আমাদের হাত থেকে, আমাদের বুলেট থেকে এবং আমাদের বিস্ফোরক থেকে সুরক্ষিত থাকবে না এই পৃথিবী।’

এদিকে, ওয়েস্ট মিডল্যান্ডসের সন্ত্রাস দমন শাখার পুলিশ জানিয়েছে, প্যারিস হামলার মূল পাণ্ডা আবদেল হামিদ আবাউদের সঙ্গে বার্মিংহামের কারও সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর রয়েছে, ১৩ নভেম্বর প্যারিসের হামলার আগে বার্মিংহামে বেশ কয়েকটি ফোন কল এসেছিল। এক জঙ্গি এ বছরই বার্মিংহাম ও লন্ডনে গিয়েছিল বলেও খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আপনার মন্তব্য

আলোচিত