সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০২৪ ১১:১৩

ইরানে শীর্ষস্থানীয় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি অভিযানে হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) স্থানীয় সময় সকালে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তেহরানে তার বাসভবনে হানিয়াহকে হত্যা করা হয়।

ইসমাইল হানিয়াহকে হামাসের শীর্ষস্থানীয় নেতা হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮০ সালে তিনি হামাসের একজন সক্রিয় সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন।

হানিয়াহ ২০০৬ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ২০১৭ সালে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে।

তিনি গেল কয়েক বছর ধরে কাতারে বসবাস করছিলেন।

গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী বলেছে যে হানিয়াহ ‘এক বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন।’

এ প্রসঙ্গে ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া বা বিবৃতি দেয়নি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইসমাইল হানিয়াহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রকাশ করবে।

আইআরজিসি ইরানের একটি প্রধান সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি। এটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত।

হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মারজুক হানিয়াহের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশন চ্যানেলে আবু মারজুক এই অভিযানকে কাপুরুষোচিত কাজ, যার শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত