সিলেটটুডে ডেস্ক

০৬ আগস্ট, ২০২৪ ১৭:৪৭

শেখ হাসিনার পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন এই জ্যোতিষী!

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন সম্পর্কে নাকি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের প্রখ্যাত জ্যোতিষী প্রশান্ত কিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের ১৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কিনি বলেছিলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০২৪ সালের মে থেকে আগস্ট মাস পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টাও করা হতে পারে।’


এদিকে সোমবার (৫ আগস্ট) প্রশান্ত কিনি ২০২৩ সালের নিজের করা সেই পোস্টটি শেয়ার করে এক্সে আবার লিখেছেন, ‘আমি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সমস্যায় পড়বেন।’

সোমবার ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা।

আপনার মন্তব্য

আলোচিত