সিলেটটুডে ডেস্ক

০৮ নভেম্বর, ২০২৪ ০১:৩৯

শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে ভারত

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে ভারত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আর এটিই আমাদের অবস্থান।’

একজন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওই সাংবাদিক জয়সওয়ালকে জানান, আওয়ামী লীগ বৃহস্পতিবার এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় ওই বিবৃতিতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা।

এমতাবস্থায় ওই সাংবাদিক জানতে চেয়েছেন, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে, নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে। জবাবে ওই মন্তব্য করেন জয়সওয়াল।

এদিকে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকারকে চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে ভারত।

ফেসবুকে ইসকনকে সমালোচনা করে দেওয়া একটি পোস্ট নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে হিন্দু সম্প্রদায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন প্রতিক্রিয়া জানিয়েছে।

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিক্রিয়ায় রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা লক্ষ করেছি, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। তাদের সম্পত্তি লুট করা হয়েছে। তাদের ব্যবসাপ্রতিষ্ঠান লুট করা হয়েছে। এগুলো হিন্দু ধর্মীয় সংগঠনগুলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক পোস্টের পর ঘটেছে। বোঝা যাচ্ছে, এ ধরনের পোস্ট ও অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত রয়েছে। এটি আরও উত্তেজনা তৈরি করবে। আমরা আবারও বাংলাদেশ সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানাই।’

আপনার মন্তব্য

আলোচিত