২০ নভেম্বর, ২০২৪ ২৩:২১
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট গিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম দিয়েছিলেন শ্রীভূমি। এবার সেই নামকেই ফিরিয়ে আনা হলো। দেশভাগের পর সিলেটের তিনটি অঞ্চল করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় ভারতের আসাম রাজ্যে যুক্ত হয়েছিল। এবার সেই করিমগঞ্জ জেলার নাম বদল করতে চলেছে আসামের বিজেপি সরকার।
বাংলাভাষী এলাকা হিসাবে পরিচিত বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ। এবার এই জেলার নাম পাল্টে দিলো বিজেপি সরকার।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। আর এই কথা সাংবাদিক-বৈঠক করে জানিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
মঙ্গলবার আসামের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর তার পরই এক্স হ্যান্ডলে সেটা পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে। হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘১০০ বছরেরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’—মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন। আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।’
করিমগঞ্জ জেলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি। আসামের বাকি দুই বাংলাভাষী প্রধান জেলা হলো— কাছাড় ও হাইলকান্দি। কাছাড় জেলার সদর শহর শিলচর রাজ্যের বাংলাভাষী জনগণের প্রধান কেন্দ্র।
ব্রিটিশ শাসনামলে ১৮৭৮ সালে করিমগঞ্জ জেলা ছিল বর্তমান বাংলাদেশের সিলেট বিভাগের একটি উপবিভাগ। ১৯৯৩ সালে করিমগঞ্জকে আসামের একটি পূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়।
গত সেপ্টেম্বর মাসে, ভারতের কেন্দ্রীয় সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার শহরের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম করার ঘোষণা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, "দেশের বুক থেকে ঔপনিবেশিক শাসনের চিহ্ন মুছে ফেলার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পদক্ষেপ নিয়েছেন।"
আপনার মন্তব্য