অনলাইন ডেস্ক

১৪ এপ্রিল, ২০১৭ ১৪:২৬

বোরখা ‘ইহুদি প্রথা’, নিষিদ্ধের দাবি মিশরে

বোরখাকে ইহুদি প্রথা উল্লেখ করে মিশরে তা নিষিদ্ধের দাবি উঠেছে। বোরখা পরার সংস্কৃতি এসেছে ইহুদিদের থেকে সে কারণে মিশরে বোরখা নিষিদ্ধ করার দাবি তুললেন ওই দেশের একাধিক সাংসদ।

সরকারি প্রতিষ্ঠানে মহিলাদের বোরখা নিষিদ্ধ করার দাবিতে সরব হতে চলেছেন মিশরের একাধিক সাংসদ।

তাদের দাবি, “মহিলাদের বোরখা পরার সংস্কৃতি ‘ইহুদি প্রথা’!”

বিষয়টি নিয়ে সবথেকে বেশি সোচ্চার হয়েছেন সাংসদ নোসের। যনি দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে বোরখার বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তিনি।

তাঁর মতে, “বোরখা আরবে নিকাব নামে পরিচিত, যা ইহুদি ধর্মের সংস্কৃতি থেকে এসেছে। ওল্ড টেস্টামেন্টের ৩৮ নম্বর অধ্যায়ে পাওয়া যাবে হাত, মুখ না ঢেকে ঘর থেকে বের হওয়া ইহুদি ধর্মের রীতিবিরুদ্ধ।”

তিনি আরও জানিয়েছেন যে বোরখা পরার ওই রীতি ইহুদি থেকে আসে এবং পরে তা মুসলমানদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ‘নিকাবে’র বিরুদ্ধে এরই মধ্যে আইনও আছে মিসরে। ২০১৫ সালে কায়রো বিশ্ববিদ্যালয় নিজ ক্যাম্পাসে ‘নিকাব’ নিষিদ্ধ করে।

লন্ডনের সংবাদপত্র আশরাখ আল আওসাত-এর বরাত দিয়ে কলকাতা টোয়েন্টিফোরসেভেন জানিয়েছে, বোরখার বিরুদ্ধে সরব হলেও তিনি নিজে হিজাব পরেন নোসের। মিসরে বোরখা নিষিদ্ধ করার জন্য একাধিক সংসদ সদস্য একটি খসড়া তৈরি করার কাজ করছেন।

আপনার মন্তব্য

আলোচিত