সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৭ ০২:২২

পানামা পেপারস: নওয়াজের সাথে মেয়ে ও জামাতা দোষী সাব্যস্ত

পানামা পেপারস ফাঁসের প্রেক্ষাপটে করা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করেছেন ইসলামাবাদের একটি আদালত। সম্পত্তি সংক্রান্ত মামলায় তার মেয়ে মরিয়ম ও তার জামাতা (অব.) ক্যাপ্টেন মোহাম্মদ সফদারকেও দোষী সাব্যস্ত করেছেন আদালত।

বৃহস্পতিবার সরকারের একজন সিনিয়র কর্মকর্তা এএফপিকে এসব কথা জানান।

আদালতে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে নির্দোষ বলে দাবি করে আদালতে তার আইনজীবী জানান, তার মক্কেলরা নির্দোষ। তাদের বিরুদ্ধে করা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

মরিয়ম এক বিবৃতিতে বলেছেন, অভিযোগগুলো শুধু ভিত্তিহীনই নয়, একই সঙ্গে অসারও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে আমরা বঞ্চিত হতে যাচ্ছি।

নওয়াজ শরিফ বর্তমানে লন্ডনে আছেন। তার স্ত্রী কুলসুম ক্যানসারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে।

গত জুলাই মাসে সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে।

রায় ঘোষণার কিছু সময় পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক নোটিশে বলা হয়, সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে পদত্যাগ করেছেন নওয়াজ শরিফ। তবে তিনি তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নির্বাহী দায়িত্বে রয়ে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত