আন্তর্জাতিক ডেস্ক

০৯ মে, ২০২০ ১৮:৪১

করোনা মোকাবিলায় উত্তর কোরিয়াকে সহায়তার প্রস্তাব চীনের

করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়াকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন করোনা মহামারি মোকাবেলায় চীনের অসামান্য সাফল্যের প্রশংসা করে জিনপিংকে লেখা এক বার্তার জবাবে তিনি এ ঘোষণা দেন

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বার্তাটিতে কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে চীনের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে কিম। জবাবে জিনপিং উত্তর কোরিয়াকে সম্ভাব্য করোনা হুমকি মোকাবেলায় সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

বিজ্ঞাপন

তবে উত্তর কোরিয়ার সরকার বলছে, সেখানে একটিও নিশ্চিত করোনা সংক্রমণের ঘটনা নেই। যদিও এটি সম্ভব কিনা তা নিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন।

জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তর কোরিয়া প্রথম দেশ হিসাবে যাতায়াত স্থগিত করে এবং ভাইরাসটি যাতে দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমানা বন্ধ করে দিয়েছে।

দেশটির স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার কারণে সেখানে করোনা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্যপীড়িত ওই দেশটি সম্ভবত সংক্রমণ শনাক্ত করতে পারছে না; সেখানে প্রাদুর্ভাব শুরু হলে তা ভয়াবহ প্রাণঘাতী হতে পারে।

সূত্র- বিবিসি।

আপনার মন্তব্য

আলোচিত