আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২০ ০২:৪০

করোনাভাইরাস নিয়ে গবেষণার তথ্য ‘চুরি’ করছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের

চীনের বিরুদ্ধে এবার করোনাভাইরাস নিয়ে গবেষণার তথ্য চুরির অভিযোগ করলো যুক্তরাষ্ট্র। বুধবার (১৩ মে) মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, চীন সংশ্লিষ্ট হ্যাকাররা আমেরিকান সংস্থাগুলোর কোভিড-১৯ নিয়ে গবেষণা প্রতিবেদন চুরি করছে। সাইবার চুরির ব্যাপারে বিজ্ঞানী ও স্বাস্থ্য কর্মকর্তাদের তাই সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তারা।

এক যৌথ বিবৃতিতে ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন (এফবিআই) ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, মার্কিন সংস্থাগুলোর কাছ থেকে ডিজিটাল তথ্য চুরির চেষ্টা করছে চীনা সংশ্লিষ্ট সাইবার অপরাধীরা। এফবিআই বিষয়টি তদন্ত করছে। পর্যবেক্ষণে ‘কোভিড-১৯ সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কের কাছ থেকে মূল্যবান বুদ্ধিবৃত্তিক সম্পত্তি এবং টিকা, চিকিৎসা ও পরীক্ষা সংক্রান্ত জনস্বাস্থ্য তথ্য অবৈধভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা চিহ্নিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে অবশ্য সাইবার হামলার লক্ষ্যবস্তু ও হ্যাকারদের ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

এ ব্যাপারে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে চীন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সাইবার গোয়েন্দা নজরদারির তথ্য অস্বীকার করেছে।

আপনার মন্তব্য

আলোচিত