সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০১৬ ১৮:১৯

যুদ্ধাপরাধী মীর কাসেমের সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা দেখা করেন।

য‍ারা দেখা করেছেন তারা হলেন- মীর কাসেম আলীর স্ত্রী আয়েশা খাতুন, ছেলে  মীর আহমেদ বিন কাসেম, পুত্রবধূ সায়েদা ফাহমিদ‍া আক্তার, মেয়ে সুমাইয়া রাবেয়া, তাহেরা তাসমিম, ভাগিনা ইমরান হোসেন।  

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কাসেম আলীর পরিবারের সদস্যরা কারাফটকে প্রায় আধাঘণ্টা অবস্থান নেন।

উল্লেখ্য,মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেমকে বিভিন্ন দণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালে মীর কাসেমের ১৪ অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়।

এর মধ্যে ১১ ও ১২তম অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

আপনার মন্তব্য

আলোচিত