সিলেটটুডে ডেস্ক

০৪ মার্চ, ২০২১ ১৩:০৬

জামিনে মুক্ত কার্টুনিস্ট কিশোর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারে পর প্রায় ১০ মাস কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কারাগার ২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরকে তার বড় ভাই আহমেদ কবিরের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

এর একদিন আগে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেয়।

এ মামলায় কারাগারে থাকা অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়। মুশতাকের মৃত্যুর পর সারাদেশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়, এবং কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবি জোরালো হয়ে ওঠে।

গত ১৩ জানুয়ারি এ মামলায় কার্টুনিষ্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া ও লেখক মুশতাক আহমেদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে রমনা থানা পুলিশ। অপর আসামি জুলকারনাইন খান ওরফে সামিসহ অন্য আটজনকে অব্যাহতির আবেদন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত