সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০২১ ২১:১৯

টেলিভিশনে সংবাদ পাঠ ও নাটকে ট্রান্সজেন্ডার নারী

বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ ও নাটকে অভিনয় করতে দেখা যাবে দুই ট্রান্সজেন্ডারকে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এ বছর, স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন এই উদ্যোগ নিয়েছে।

আজ শুক্রবার (৫ মার্চ) শুক্রবার বৈশাখী টেলিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছর, স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমাদের চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডারকে যুক্ত করেছি। দেশের মানুষ এই প্রথম কোনো পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন ট্রান্সজেন্ডারকে, যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি। এই ট্রান্সজেন্ডারের নাম তাসনুভা আনান শিশির। আসছে ৮ মার্চ সোমবার আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তার প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একইভাবে আমরা আমাদের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করেছি আরেকজন ট্রান্সজেন্ডারকে। যার নাম নুসরাত মৌ। যাকে পর্দায় প্রথম দেখা যাবে একইদিন আন্তর্জাতিক নারী দিবসে, ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে।

আপনার মন্তব্য

আলোচিত