সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০২১ ২১:১৭

খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে: ডা. জাফরুল্লাহ

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল উল্লেখ করে আজকেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, 'খালেদা জিয়া কতক্ষণ, কয় মিনিট, কয় দিন বাঁচবেন সেটা আমি বলতে পারবো না। আজকে তাকে হত্যা করা হচ্ছে। এই হত্যার জন্য আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীও হুকুমের আসামি হবেন।'

বুধবার রাজধানীর নগর গণস্বাস্থ্য কেন্দ্রে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাগরিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতারা। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা সময় অতিবাহিত করেন।

সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'সাম্প্রতিককালে খালেদা জিয়ার মতো এমন মর্মান্তিক ঘটনা আমাদের নজরে আসেনি। খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছেন। যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। মেডিকেল বোর্ডের ৬ জন চিকিৎসক আমাকে বিস্তারিত বলেছেন। আমি তাদের ফাইলের প্রত্যেকটা লেখা পড়ে দেখেছি। কারো মুখের কথায় কিছু বলছি না। খালেদা জিয়ার মুখ দিয়ে রক্তপাত হচ্ছে। ব্লাডপ্রেসার একশোর নিচে নেমে এসেছে। মঙ্গলবার আমরা যখন গিয়েছি তখন তাকে রক্ত দেওয়া হচ্ছিল। এরকম অবস্থায় সম্ভব হলে আজকে রাতেই তাকে বিদেশে পাঠানো উচিত। আর না হলে যে কোনো কিছু ঘটে যেতে পারে।'

রাষ্ট্রপতির উদ্দেশ্যে তিনি বলেন, 'রাষ্ট্রপতি যে কোনো পরীক্ষা করার জন্য দেশের বাইরে যান। রাষ্ট্রপতি হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। আপনি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যেতে পারতেন।'

আইনমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'আর কোনো বাড়াবাড়ি করবেন না। একজন মৃত্যুপথযাত্রীর জীবনটা রক্ষা করেন। এখন আর কোনো ভানুমতির খেল দেখাবেন না। অনুগ্রহ করে আজকেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেন।' এ সময় প্রধান বিচারপতিকে হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, 'রাষ্ট্রের অস্তিত্ব টেকানোর জন্য হলেও খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। এভাবে যদি খালেদা জিয়া চিকিৎসা থেকে বঞ্চিত হন তাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটা যুগ যুগ ধরে দেশকে বিভাজনের দিকে নিয়ে যাবে। তাই দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে খালেদা জিয়ার সুচিকিৎসা বাস্তবায়ন করা হোক।'

ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, 'খালেদা জিয়ার বিনা চিকিৎসায় কিছু হলে এ দায় প্রধানমন্ত্রী ও তার সরকারকে বহন করতে হবে।'

গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত