Advertise

সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৯ ১৩:০০

দেশের পথে খোকার মরদেহ

বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছেন তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর ছেড়েছে।

দুবাই হয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

খোকার কফিনের সঙ্গে তার স্ত্রী ইসমত হোসেন, ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন ও ইশফাক হোসেন এবং মেয়ে সারিকা সাদেক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামসহ স্বজনরা আছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন ভুইয়া জানান, ঢাকা থেকে টেলিফোনে মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ পর্যন্ত খোঁজ-খবর নিয়েছেন।

বিমাবন্দরে অন্যদের মধ্যে কণ্ঠশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিট) নিউ ইয়র্কের ম্যানহাটনের বিশেষায়িত হাসপাতাল মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আপনার মন্তব্য

আলোচিত