সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৯ ২৩:০৬

জাবি ভিসির বাসভবনের সামনে বৃহস্পতিবার প্রতিবাদী কনসার্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর ১২টায় বিক্ষোভ ও সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে কনসার্টের (প্রতিবাদী) ঘোষণা দিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশে এ কথা জানান তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয় এলাকায় এসে বাইরের শিক্ষার্থীরা সভা-সমাবেশ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এরপর হল ছাড়ার সময়সীমা কয়েক দফায় পরিবর্তন করা হয়। সর্বশেষ বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যে হল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় প্রশাসন। তবে আন্দোলনকারীরা হল খালি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আপনার মন্তব্য

আলোচিত