সিলেটটুডে ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৯ ১৬:৪৬

কন্ট্রোল রুমের জরুরি নম্বর ০২-৯৫৪৬০৭২, প্রস্তুত ৯৯৯ নম্বরও

ঘূর্ণিঝড় বুলবুল

দুর্যোগ মোকাবেলার তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য অস্থায়ী কন্ট্রোল রুম খুলেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ৮০১ (ক) নম্বর কক্ষটিতে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। কন্ট্রোল রুমের ফোন নম্বর হচ্ছে ০২-৯৫৪৬০৭২

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার প্রয়োজনীয় প্রস্তুতিসহ সব কার্যক্রম গ্রহণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ৯ ও ১০ নভেম্বরের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় জেলা-উপজেলার সব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে; যেন যেকোনও প্রয়োজনে তাদের পাওয়া যায়। রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধার কাজের সঙ্গে সম্পৃক্ত আছে। তাছাড়া যেকোনও প্রয়োজনে দুর্গতদের ৯৯৯-এ কল করার অনুরোধ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মন্ত্রণালয় ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে। এখান থেকে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আশ্রয়কেন্দ্রের নিরাপত্তার জন্যে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বে রয়েছেন।’

এনামুর রহমান বলেন, ‘গবাদি পশু, হাঁসমুরগি যেন ঝড়ে ক্ষতিগ্রস্ত না হয় বা প্রাণ না হারায়, এ জন্য জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার পাঠানো হয়েছে। প্রতিটি জেলায় জরুরি প্রয়োজন মেটাতে ৫ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজনে এ বরাদ্দ আরও বাড়ানো হবে। ঝড়টি সন্ধ্যা নাগাদ আঘাত করবে, এ জন্য রাতে আলোর ব্যবস্থা করতে মোমবাতি ও হ্যাজাক লাইট প্রস্তুত রাখা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক রাখা আছে।’

এনামুর রহমান বলেন, ‘দেশের সব জলপথে নৌ-চলাচল বন্ধ আছে। জেলে ও মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকতে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা এখনও বলবত আছে।’

আপনার মন্তব্য

আলোচিত