
০৪ ফেব্রুয়ারি , ২০২৩ ১৪:৪৪
দশ দফা দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে নগরের রেজিস্টারি মাঠে এ সমাবেশ শুরু হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের থাকার কথা থাকলেও এখন পর্যন্ত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সমাবেশস্থলে এসে হাজির হননি।
তার আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা রেজিস্টারি মাঠে আসতে শুরু করেন।
জানা যায়, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, যুগ্ম মহাসচিব হাবিব উিন নবী সুহেল, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবনসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে বেলা ৩ টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হবে।
আপনার মন্তব্য