১৪ জানুয়ারি, ২০২৪ ২১:৪৩
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীকে দলের সকল পদপদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু'র সুপারিশক্রমে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম ।
ইয়াহইয়া চৌধুরী ১০ জানুয়ারি জাতীয় পার্টির বনানী অফিসের সামনে চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে হওয়া বিক্ষোভে অংশ নেন। এবং আজ রোববার (১৪ জানুয়ারি) আইডিইবি মিলনায়তনে পার্টির একাংশের সভায় অংশ নিয়েছিলেন।
সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
আপনার মন্তব্য