সিলেটটুডে ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৪:০৫

'গণতন্ত্রের নামে লুণ্ঠনতন্ত্র চলছে'

গণতন্ত্রের নামে দেশে যে তন্ত্র চলছে তা লুণ্ঠনতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। 

হাফিজ উদ্দিন বলেন, ‘ক্রেডিট কার্ড কেলেঙ্কারির দায়ে গতকাল পুলিশ এক বিদেশি নাগরিককে আটক করেছে। সেই বিদেশি নাগরিক মোবাইলে এমন কিছু ছবি দেখিয়েছে যা দেখে পিলে চমকে গেছে পুলিশের। ওইসব ছবি দেশের বড় বড় রাঘব বোয়ালদের। তাই পুলিশ এ নিয়ে রিপোর্ট লিখতেও ভয় পাচ্ছে।’

শনিবার (২৭ ফেব্রুয়ারি)  জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র ও স্বাধীন বিচার ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আগামী কাউন্সিলে বিএনপি কিছু পরিবর্তন আনতে চাই জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, ‘কাউন্সিল শেষ হলে বেগম জিয়ার নেতৃত্বে দেশ ও জনগণের স্বার্থে মাঠে নামতে চাই। বিএপির আন্দোলনে গতি আনতে চাই। অনেক তাচ্ছিল্য করা হয়েছে আমাদের। এবার দেখিয়ে দেব।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয় না। এটি সব সময় সুষ্ঠুভাবেই হয়ে আসছিল। অথচ এবার কি আজব আজব ঘটনা ঘটছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছেন।’

জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা শাসসুজ্জামান দুদু, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত