সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৯ ১৮:৩০

২৯ ডিসেম্বর ঐক্যফ্রন্টের সমাবেশ

সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৯ ডিসেম্বর (রোববার) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে জেএসডি সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট মহসিন রশীদ, শহিদুল্লাহ কায়সার, সিরাজুল ইসলাম, শাহ আহমেদ বাদল, ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত