সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৯ ১৪:০৪

রওশন এরশাদ প্রধান পৃষ্ঠপোষক, কাদের চেয়ারম্যান, রাঙ্গাঁ মহাসচিব

জাতীয় পার্টির সম্মেলন

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন রওশন এরশাদ। এ ছাড়া নতুন কমিটির চেয়ারম্যান হলেন জি এম কাদের, মহাসচিব নির্বাচিত হয়েছেন মসিউর রহমান রাঙ্গাঁ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।

কমিটির বাকি নেতাদের নাম পরবর্তী সময়ে জানানো হবে।

জাতীয় পার্টির গঠনতন্ত্রে সংশোধনী এনে রওশন এরশাদের জন্য প্রধান পৃষ্ঠপোষক পদ সংযোজন করা হয়।

এছাড়া জাতীয় পার্টিতে দুইজন কো-চেয়ারম্যান করার বিধান থাকলেও সেটিতেও সংশোধনী আনা হয়েছে। এখন জাতীয় পার্টিতে চারজন কো-চেয়ারম্যান হবেন।

এটি জাতীয় পাটির নবম কাউন্সিল। এই কাউন্সিলে রওশন এরশাদ উপস্থিত ছিলেন না। তাকে ছাড়াই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আপনার মন্তব্য

আলোচিত