সংবাদ বিজ্ঞপ্তি

১৮ মে, ২০২০ ২২:৪৫

বড়লেখায় এসএসসি ১৯৯২ ব্যাচের উদ্যোগে অর্থ সহায়তা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। এ অবস্থায় নিম্ন ও মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষজন বিপাকে পড়েছেন। তাঁদের সাময়িক এ সংকটকালে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। তারা খাদ্যসামগ্রী ও অর্থ উপহার দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তেমনি একটি সংগঠন এসএসসি ১৯৯২ ব্যাচ বড়লেখা। ১৯৯২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠনটি এটি। সংগঠনটি এ সংকটে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে।

৯২ ব্যাচের সহপাঠী ছাড়াও এরমধ্যে আছেন ইমাম, মুয়াজ্জিন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। ব্যাচের দেশে ও বিদেশে অবস্থানরত স্বাবলম্বী বন্ধুদের উদ্যোগে এগুলো বিতরণ হয়।

সোমবার (১৮ মে) বড়লেখা উপজেলা পরিষদ সভা কক্ষে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।

শিক্ষক মীর মুহিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, পৌরসভার কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, প্রভাষক বদরুল ইসলাম মনু, শিক্ষক মনির উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত