বড়লেখা প্রতিনিধি

২০ মে, ২০২০ ০১:১৮

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ফেন্ডস ক্লাব ইউকে

করোনা ভাইরাস পরিস্থিতিতে বড়লেখা ব্লাড ডোনেড ক্লাব পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয় ‘চেতনা পাঠশালার’ ৩০ জন শিশু শিক্ষার্থী ও তাদের পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র পক্ষ থেকে তাদের এসব সামগ্রী দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ভোজ্য তেল, ময়দা, চিনি, সেমাই ও নগদ টাকা।

মঙ্গলবার (১৯ মে) পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিন। বড়লেখা ব্লাড ডোনেড ক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পাঠশালা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য ফয়ছল আল স্বপন, অর্থ সম্পাদক ইব্রাহিম সাজু, সহ প্রচার সম্পাদক কমল দেব, এফএস ক্লাবের সভাপতি সৌরভ আহমদ, অর্থ সম্পাদক ইমরান আহমদ, নুরুল ইসলাম, মাছুম আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে করোনা পরিস্থিতিতে ইতিপূর্বে ২২০টি পরিবার, ৩টি মাদ্রাসার ৮০ জন এতিম শিক্ষার্থী ও ৩০ জন খেলোয়াড়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত