
২২ মে, ২০২০ ২০:৫৯
এনআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিরুল ইসলামের উদ্যোগে এবং ছাতক সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী ডালিমের তত্ত্বাবধানে দিনমজুর, রিকশা চালক ও পথ-শিশুদের মাঝে ইফতার সমগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) ছাতক শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় দুই শতাধিক দিনমজুর রিকশা চালক ও পথ-শিশুদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
এ ব্যাপারে এন আর ডি ফাউন্ডেশন এর চেয়ারম্যান নাজিরুল ইসলাম বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানো। তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করতেছি এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি মানবতার সেবায় দেশ ও মানুষের সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান। এবং সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
আপনার মন্তব্য