৩০ মে, ২০২০ ১৮:৩৯
করোনা যুদ্ধের অগ্রসৈনিক সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্স রুহুল আমিন মারা গেছেন। শুক্রবার (২৯ মে) রাতে নিজ কর্মস্থল সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনিবার (৩০ মে) সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনা যোদ্ধা রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গনমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সিসিক মেয়র।
শোক বার্তায় মেয়র বলেন, একজন সাহসী করোনাযোদ্ধা রুহুল আমিনকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। নিজের জীবন বাজি রেখে করোনাকালের শুরু থেকেই তিনি আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন। এই শোককে শক্তিতে পরিণত করে করোনা যুদ্ধে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবানও জানান সিসিক মেয়র।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে সিলেটসহ সারা দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে যেসকল প্রবাসীরা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আর যারা করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন তাদের আশু রোগমুক্তি কামনা করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
করোনায় মারা যাওয়া দেশের প্রথম নার্স রুহুল আমিন। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রথম মারা যাওয়া চিকিৎসকও ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দিন।
সিলেটের করোনা আইসোলেশন সেন্টার- সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হন নার্স রুহুল আমিন। করোনা রোগীদের সেবায় নিয়োজিত থাকা অবস্থায় ২২ মে নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই করোনা রোগী হিসেবে ভর্তি হন তিনি। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে করোনা যুদ্ধের অগ্রসৈনিক রুহুল আমিন শুক্রবার রাতে মারা যান।
আপনার মন্তব্য