৩০ মে, ২০২০ ১৮:৪৭
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকালে সিলেটের কোর্টপয়েন্টস্থ কালেক্টরেট মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আনছার উদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা যুবদলের সদস্য অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য আখতার আহমদ, মহানগর যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, আমজাদ আলী, রফিকুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সোহেল মাহমুদ, আব্দুল্লাহ শফি শাহেদ, জেলা যুবদলের সদস্য কয়েস আহমদ, ফখরুল ইসলাম রুমেল, মহানগর সদস্য মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা সদস্য মাসুক আহমদ, এনামুল হক শামীম, মতিউর রহমান আফজল, মহানগর সদস্য ইছহাক আহমদ, আব্দুল কাদির, বদরুল ইসলাম, লিটন আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য