নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২০ ২২:১৪

করোনা আক্রান্ত সাবেক মেয়রের জন্য দোয়া চাইলেন বর্তমান মেয়র আরিফ

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের জন্য দোয়া চেয়েছেন সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরিফুল হক চৌধুরী বলেন, ‘বদরউদ্দিন কামরানসহ যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সকলের জন্য আমি দোয়া করছি।’

বিজ্ঞাপন

এছাড়া করোনা আক্রান্ত সকলে যেনো দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেই কামনাও করেন সিসিক মেয়র।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সকলেও সাবেক মেয়রসহ করোনাভাইরাসে আক্রান্তদের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, গত শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হন বদরউদ্দিন আহমদ কামরান। রোববার বিকেলে উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত