০৯ জুন, ২০২০ ১৪:২৯
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও তার সহধর্মিণী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নগরীর কুমারপাড়া ঝর্নারপাড় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকা প্রবাসী সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ব্যক্তিগত উদ্যোগে সোমবার বাদ এশা ঝর্নারপাড় মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড এলাকার মুরব্বি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাধারন মুসল্লীগন।
এ সময় করোনাক্রান্ত সাবেক মেয়র, তার সহধর্মিণীসহ সকলের আশু সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে রোগমুক্তির দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন ঝর্নারপাড় জামে মসজিদের ইমাম মাওলানা বাহা উদ্দী বাহার।
উল্লেখ্য দুইদিন আগে সিলেটের সাবেক মেয়র কামরানের করোনা টেস্টের ফলাফল পজেটিভ আসে। এরপর তাকে জরুরী ভিত্তিতে এয়ার এম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়। এর আগে তার সহধর্মিনী আসমা কামরানের শরীরেও করোনা শনাক্ত হয়।
আপনার মন্তব্য