দিরাই প্রতিনিধি

১৪ জুন, ২০২০ ১৯:১৫

দিরাইয়ে ২৫৫ পরিবারের মাঝে জগদলের ত্রাণ বিতরণ

করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। একদিকে কোভিড-১৯ আতঙ্ক অন্যদিকে বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা নিয়েই তাদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ।

এমন পরিস্থিতিতে যখন অনেকেরই দিন কাটছে খেয়ে না খেয়ে তখন মানবতার ফেরিওয়ালা হয়ে দিরাইয়ের হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ফান্স প্রবাসী ফাউন্ডেশন জগদল এর সদস্যবৃন্দ।

রোববার দুপুরে ফান্স প্রবাসী ফাউন্ডেশন জগদল দিরাইয়ের অর্থায়নে উপজেলার জগদল গ্রামস্থ হাজী লিটন আহমদের বাড়ি প্রাঙ্গণে ২৫৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত