সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৭ ১৬:৩৭

বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা সাইরু হিল রিসোর্টে পাবেন বিশেষ ডিসকাউন্ট

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক তাদের প্রিয়জন গ্রাহকদের বান্দরবনের সাইরু হিল রিসোর্টে বিশেষ মূল্য ছাড়ের সুবিধা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বাংলালিংকের হেড কোয়ার্টার টাইগার্স ডেনে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট সুজয় বণিক, বাংলালিংকের হেড অফ লয়ালটি এ্যান্ড পার্টনারশিপ মো. খালেদুল হাসান, সাইরু হোটেল রিসোর্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল শাহীন ও সাইরু হোটেল রিসোর্ট লিমিটেডের উপদেষ্টা (ফুড এ্যান্ড বেভারেজ) জুয়েল গোমেজ।

চুক্তির ফলে প্রিয়জন গ্রাহকরা সাইরু হিল রিসোর্টের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় উল্লিখিত ট্যারিফ রেটের উপর অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। অফারটি পেতে হলে গ্রাহকদের ৮২০৭ লিখে ১০২০ নাম্বারে পাঠাতে হবে। অফারের মেয়াদ থাকবে ১ অক্টোবর, ২০১৮ পর্যন্ত।

বাংলালিংকের হেড অফ কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট সুজয় বণিক বলেন, “বাংলালিংক প্রিয়জনের লক্ষ্য হল ভ্রমণ, রিটেইল এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন অফারের মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তাদের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি করতে আমরা দেশের অন্যতম শীর্ষ ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান সাইরু হিল রিসোর্টের সাথে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন সার্ভিসের উপর ডিসকাউন্ট প্রদান করছি। আমরা আশা করি ডিসকাউন্টের মাধ্যমে আমাদের প্রিয়জন গ্রাহকদের সাইরু হিল রিসোর্টে থাকাটা আরও আনন্দদায়ক হবে।"

সাইরু হিল রিসোর্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল (শাহীন) বলেন, “বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। আমি আশা করি এর ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা দারুণ সব অফার ও সার্ভিস উপভোগ করতে পারবেন। তারা আমাদের রিসোর্টে অবশ্যই বিশ্বমানের সার্ভিস পাবেন এবং বিশেষ ডিসকাউন্ট তাদের বাড়তি সুবিধা প্রদান করবে।”

ডিজিটাল জীবনযাপন আগামী দিনের বাস্তবতা। বাংলালিংক প্রিয়জনের মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল জীবনযাত্রার নানা চাহিদা পূরণে সক্ষম হবেন। প্রিয়জন অফার সম্পর্কে বিস্তারিত জানতে লগ অন করুন বাংলালিংক প্রিয়জন।

উল্লেখ্য, বাংলালিংক, বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান যার রয়েছে ৩ কোটি ২০ লক্ষেরও বেশি গ্রাহক। এটি নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেড এর একটি সহযোগী প্রতিষ্ঠান।

আপনার মন্তব্য

আলোচিত