সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০২০ ২২:৩২

যুবলীগ নেতা আশরাফ সিদ্দিকীকে কারাফটকে সংবর্ধনা

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম  সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগ নেতা আশরাফ সিদ্দিকী জামিনে মুক্তি লাভ করেছেন। এসময় তাকে কারাফটকে সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৫টায় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগার-১’র ফটকে সংবর্ধনা দেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সহ অর্থ সম্পাদক আক্তার নেওয়াজ, যুবলীগ নেতা সামছুজ্জামান লিটু, রুপন আহমদ, মোর্শেদ আলম বাবর ও সজিবুল ইসলাম সাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আবু ছালেহ জাকি, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম, মহানগরের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ তুহিন, সাধারণ সম্পাদক সোবহান আহমদ মিলন, মোগলগাও ইউপি ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন, সদর উপজেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন, নুরুজ্জামান, থানা ছাত্রলীগের সহ সভাপতি আফরোজ নেওয়াজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক আল আমিন, সদর উপজেলা যুবলীগ নেতা জুবায়ের চৌধুরী, ছাত্রলীগ নেতা হৃদয়, রাজন মিয়া, মোহন আহমদ, জালাল আহমদ, রাসেল, রুহুল আমিন, শাওন, জামিল আহমদ প্রমুখ।
পরে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয় এবং নগরীর সুবিদবাজারে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক ছাত্রনেতা আশরাফ সিদ্দিকীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি দলের দুর্দিনেও সাংগঠনিক কর্মকান্ডে থেমে থাকেন নি। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে একটি মহল তাঁকে মামলায় জড়িয়ে হয়রানি ও সাংগঠনিক শক্তি-সুনাম নষ্ট করতে চাচ্ছে।

এসময় বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে তাকেসহ দলীয় নেতাকর্মীদের খালাস পেতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত