সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০২০ ২২:৫৯

৫ দাবিতে বিশ্বনাথের এলাহাবাদ মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোণা গ্রামে এলাহাবাদ আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মাদ্রাসায় শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। শিক্ষার্থীরা জানিয়েছে একটি মহল মাদ্রাসাটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহারের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং অধ্যক্ষকে হয়রানি করছে।

এসময় তারা লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তার দাবি জানায়।

শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো হল- মাদ্রাসায় বহিরাগতদের দ্বারা বিশৃঙ্খলা বন্ধ; মাদ্রাসার অধ্যক্ষকে অপমান ও অপপ্রচারের জন্য দায়ীদের নিঃশর্ত ক্ষমা চাওয়া; গভর্নিং বডির সভায় বহিরাগত আসা বন্ধ করা; খোলামেলা পরিবেশে উপযুক্ত জায়গায় মাদ্রাসার ভবন নির্মাণ করা; এবং শিক্ষক শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

শিক্ষার্থীদের এ বিক্ষোভ মিছিলটি রাজাগঞ্জ বাজারসহ এলাকা প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বক্তব্য দেন মাদ্রাসার ছাত্র মাছুম হোসাইন, জাহির আহমদ, মুজাক্কির আহমদ, আব্দুল গফফার, জুয়েল আহমদ, মোহাম্মদ সাইদী, হাফিজ হোসাইন, ফাহিম আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত