সংবাদ বিজ্ঞপ্তি

১৬ ফেব্রুয়ারি , ২০২০ ০০:১৬

বিশ্ব ভালোবাসা দিবসে পথশিশুদের সাথে অভিপ্রায়

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ ভালোবাসা দিবসে ভালোবাসার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখলো অভিপ্রায় পরিবার। ভালোবাসা দিবসটিকে কোনা প্রেমিকা বা স্বজনদের সাথে নয়, তারা দিনটি কাটিয়েছে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য। 

সিলেট নগরীর জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বিদ্যালয়, অদ্যম পাঠশালা, শাহী ঈদগাহ পাঠশালার প্রায় ৩০০ এর অধিক অসহায় পথশিশুদের সঙ্গে ভালোবাসা দিবস পালন করা হয়। পরে দীর্ঘ সময় তাদের সাথে গল্প আড্ডায় সময় কাটিয়ে আনন্দে মেতে ওঠেন সকলেই।

যেখানে দুবেলা ভাতের যোগান দিতে যাদের হিমসিম খেতে হয় সেখানে ভালবাসা দিবস উদযাপন ওদের কাছে স্বপ্ন। ওদের এ ভালোবাসা দিবস নিয়ে আলাদা কোন বিশেষত্ব নেই। তবে হঠাৎ এমন আয়োজন, এমন ভালবাসা, অভ্যর্থনায় পেয়ে আবেগাপ্লুত হয়ে উঠে শিশুরা। তাদের চোখে মুখে ছিলো বাঁধভাঙা উচ্ছ্বাস।

অভিপ্রায় পরিবারের প্রতিষ্ঠাতা কৃষ্ণ রঞ্জন চৌধুরী বলেন, মানুষের মধ্যে ভালোবাসা দিবস নিয়ে একটা নেতিবাচক ধারণা থাকে, সেটা দূর করার জন্যই আমাদের এই উদ্যোগ। ভালোবাসা নির্দিষ্ট কারোর জন্য না, ভালোবাসা একটা পথ শিশুর জন্যও হতে পারে। ভালোবাসা সার্বজনীন, ভালোবাসা সবার জন্য। আমাদের আজকের প্রোগ্রামটি নিয়ে বিভিন্ন মহল থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এসব অনুপ্রেরণা আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে।

আপনার মন্তব্য

আলোচিত