০২ মে, ২০২০ ২০:১৯
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে সিলেট বিভাগীয় পুরস্কার প্রাপ্ত সামাজিক সংগঠন স্বপ্নচূড়ার পক্ষ থেকে ৪শত রোজাদারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
শনিবার (২ মে) প্রয়োজনীয় দ্রব্যাদি পেঁয়াজ, আলু, চাল, ভোজ্য তেল সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান রাসেলের উদ্যোগে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
মাহফুজুর রহমান বলেন, করোনাভাইরাস মহামারীতে রূপ নিয়েছে। আমাদের কানাইঘাটে এখনও কেউ আক্রান্ত হননি। তবে করোনাভাইরাসে দরিদ্র মানুষরা অসহায় হয়ে পড়েছেন। এই মুহূর্তে দেশ-বিদেশের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
উল্লেখ্য, যে ইতিমধ্যে রাজাগঞ্জ ইউনিয়নে ৩য় ধাপে ৪০০ টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে স্বপ্নচূড়া ফাউন্ডেশন ।নতুন করে কার্যক্রমের ৪র্থ ধাপের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।রোযার মাঝামাঝি সময়ে ৪র্থ ধাপের খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
আপনার মন্তব্য