১২ মে, ২০২০ ১৫:২৫
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হোক চৌধুরী।
মঙ্গলবার (১২ মে) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তা মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রখ্যাত সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম-এর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। গুণী এই চিকিৎসকের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
আপনার মন্তব্য